সিকৃবি’তে ফিশারিজ সুপার লীগ-২০২৫ অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের(সিকৃবি) মাৎসবিজ্ঞান অনুষদীয় ছাত্র সমিতির আয়োজনে ফিশারিজ সুপার লীগ-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ ০৯ ডিসেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফিশারিজ সুপার লীগ-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাৎসবিজ্ঞান অনুষদীয় ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার ও প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, উক্ত ফিশারিজ সুপার লীগ-২০২৫ এর আহবায়ক সহযোগী প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রমুখ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাৎসবিজ্ঞান অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি’র ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, আমাদের শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের সাঝে নৈতিকতা, মানবিকতা, আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধ গড়ে তুলতে হলে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান যথেষ্ট নয়। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড, স্বেচ্ছাসেবামূলক কাজ এবং নানামুখী মননশীল কার্যক্রম তাদের ব্যক্তিত্বকে সমৃদ্ধ করে। এসব কর্মকাণ্ড তরুণদের মাদকসহ সব ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখে এবং ইতিবাচক জীবনদর্শন তৈরি করে।