বগুড়ায় ‘খামারি’ মোবাইল অ্যাপ ও ক্রপ জোনিং সিস্টেম বিষয়ক কর্মশালা

মোঃ গোলাম আরিফ: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের কর্মকর্তাদের জন্য ‘খামারি’ মোবাইল অ্যাপ ও ক্রপ জোনিং সিস্টেম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা’র আয়োজনে ১৪ মে ২০২৫ বীজ প্রত্যয়ন এজেন্সী, বগুড়া’র সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়া।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পরিচালক বলেন, মাঠ পর্যায়ে কৃষকসহ উপকারভোগীদের উন্নত কৃষি সেবা প্রদানে ফসল উৎপাদন পরামর্শক হিসেবে খামারি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। যা জমিতে দাঁড়িয়ে কৃষক তাৎক্ষণিক সেই জমির উপযোগী ফসল, সারসহ অন্যান্য তথ্য জানা যাবে। এতে মাটির স্বাস্থ্য রক্ষাসহ অধিক ফলনে চাষীরা লাভবান হবে।

ড. মো. মোশাররফ উদ্দিন মোল্লা, সদস্য পরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম-পরিচালক(প্রশাসন),পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া; কৃষিবিদ মোছাঃ রাহেলা পারভীন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জয়পুরহাট। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ক্রপ জোনিং প্রকল্পের সয়েল এক্সপার্ট মো. ছাব্বির হোসেন। ক্রপ জোনিং সিস্টেমের উপর বিস্তারিত আলোচনা করেন অত্র প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ আবিদ হোসেন চৌধুরী।

আলোচনায় বক্তারা বলেন, খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষকের সর্বাধিক আয় নিশ্চিতকরণের লক্ষ্যে স্থানভিত্তিক উপযোগি ফসল ও ফসল বিন্যাস বিষয়ক তথ্য-উপাত্ত কৃষক ও উপকারভোগী প্রতিষ্ঠানের নিকট সরবরাহের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করছে প্রকল্পটি। খামারি অ্যাপটি বাংলায় প্রস্তুত করায় সহজেই বোঝা যায়, ব্যবহার পদ্ধতি কৃষিবান্ধব। এটি ট্যাব ও মোবাইল ডিভাইসে ব্যবহার করা যাবে। এতে জমির উপযোগি ফসল, ফসল ও ফসল বিন্যাস-ভিত্তিক সার সুপারিশ, মাটির বৈশিষ্ট্য ও গুণাগুণের অবস্থাসহ ফসলের মুনাফা সম্পর্কে ধারণা, কৃষি প্রযুক্তি ও ফসলের জাত ইত্যাদি তথ্য সহজেই পাওয়া যাবে। এ অ্যাপটি বাংলাদেশে স্মার্ট কৃষি বাস্তবায়নের অগ্রযাত্রাকে তরান্বিত করবে।

দিনব্যাপি কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের কর্মকর্তাবৃন্দ, বীজ প্রত্যয়ন এজেন্সী, কৃষি তথ্য সার্ভিস, প্রিন্ট ও ইলেকট্রেনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।