আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় বার্ষিক মূল্যায়ণ ও ভবিষ্যৎ করণীয় জাতীয় কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে নগরীর একটি অভিজাত হোটেলে প্রকল্পের আওতায় বার্ষিক মূল্যায়ণ ও ভবিষ্যৎ করণীয় জাতীয় কর্মশালা-২০২৫ এবং সিলেটে বিভাগের পতিত জমি চাষের আওতায় আনয়নে করনীয় বিষয় সম্পর্কে মতবিনিময় সভা ২৪ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার মহাপরিচালক কৃষিবিদ মোঃ ছাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা -উন-নবী। তিনি বক্তব্যে বলেন-কৃষি সেক্টর উন্নয়নের বাতিঘর। এতে রয়েছে জাতির অবারিত সম্ভাবনা।

কৃষি উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হয়। আগামীর সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে কৃষি ক্ষেত্রে সকল প্রযুক্তির ব্যাবহার নিশ্চিত করতে হবে। আমাদের সকলের এদেশ,প্রানের বাংলাদেশকে এগিয়ে নিতে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।খাদ্যে স্বয়ংসম্পূর্ন করতে দেশে ফসল উৎপাদন বৃদ্ধি করতে হবে, জনসংখ্যাকে জনসম্পদে পরিনত করতে হবে।

তিনি বলেন-সিলেট অঞ্চলে আবাদযোগ্য ও পতিত জমি চাষের আওতায় আনয়নের লক্ষ্যে সমস্যাসমূহ চিহ্নিত করে ফসল উৎপাদন ও শস্যের নিবিড়তা বাড়াতে হবে। সেচ ব্যবস্থাপনা উন্নয়ন এবং সম্ভাবনাময় ফসল উৎপাদনের জন্য স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে ।বর্তমান সরকার কৃষিকে সবোর্চ্চ গুরুপ্ত দিয়ে সকল বিভাগের উন্নয়ন প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। সিলেট অঞ্চল খাদ্যে উদ্বৃত্ত ও সিলেট অঞ্চলে যান্ত্রিকীকরণ কৃষিতে বিপ্লব নিয়ে এসেছে। তিনি এ ধারা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোঃ মোশাররফ হোসেন; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার উপপরিচালক (পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং) কৃষিবিদ মুহঃ মোফাকখারুল ইসলাম; আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি ঢাকার প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃরকিব উদ্দিন।

মতবিনিময় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কৃষক প্রতিনিধি আব্দুল করিম,গীতা পাঠ করেন এসএএও সুমন ঘোষ।

মুল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃরকিব উদ্দিন। কারিগরি সেশনে অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান সভপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন-সিলেট কৃষি বিশ্ববিদ্যায়ের উদ্ভিদ রোগতত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আব্দুল মুকিত ও কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. ফুয়াদ মন্ডল।

কর্মশালায় সভায় কৃষি মন্ত্রণালয়ের অধীনে সিলেট ‘অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি),বাংলাদেশ কৃষি গবেষণা (বারি), কৃষি তথ্য সার্ভিস,বীজ প্রত্যয়ণ এজেন্সী (এসসিএ), বিনা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও বিদ্যৎ উন্নয়ন বোর্ড এর কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ কৃষকগণ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভা শেষে সিলেটের বিভিন্ন উপজেলার শ্রেষ্ঠ কৃষকদের মধ্যে পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।