এগ্রিলাইফ২৪ ডচকম: বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বি.এল.এস) এবং রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল-এর সহযোগী প্রতিষ্ঠান আরসিসি পুকুরিয়া হোপ এর আয়োজনে এবং আরসিসি বি.এল.এস মডেল ভেটেরিনারি ক্লিনিক, রিসার্চ অ্যান্ড মেডিসিন পয়েন্ট-এর সহযোগিতায় বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ উপলক্ষে নগরপাড়া প্রাইমারি স্কুল মাঠে একটি বিশেষ বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা ক্যাম্প ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
"সুস্থ প্রাণী, সুস্থ জাতি" স্লোগানে যার মূল লক্ষ্য ছিল সমাজের সকল শ্রেণির মধ্যে ভেটেরিনারি পেশার গুরুত্ব ও পশুস্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি.এল.এস সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডিন প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বি.এল.এস সাধারণ সম্পাদক ও রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল-এর আই পি পি রোটারিয়ান ড. হেমায়েতুল ইসলাম আরিফ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. ইসমাইল হক, উপ-পরিচালক, রাজশাহী দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার, রাজাবাড়ি হাট, রাজশাহী।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন: প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়; ডা. তারজিনা খাতুন, ভেটেরিনারি সার্জন, মেট্রো প্রাণিসম্পদ দপ্তর রাজশাহী; রোটারিয়ান মো. মিজানুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল;ডা. মো. আব্দুল খালেক, এক্সিকিউটিভ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস; মো. আনিসুর রহমান, যোনাল সেলস ম্যানেজার, রফিক মেডিসিন; রোটারিয়ান মো. আবুল বাসার পল্টু, রোটারিয়ান মোহনা; সেলিনা বেগম, সভাপতি, আরসিসি পুকুরিয়া হোপ ও চেয়ারম্যান, পাওয়ারফুল এগ্রো ভেট হেলেনা বেগম, আফরোজা, জাহিদসহ আরও অনেক সম্মানিত অতিথিবৃন্দ।
ক্যাম্পে রফিক মেডিসিন এর সহযোগিতায় লাম্ফি রোগের টিকা প্রদান এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও পাওয়ারফুল এগ্রো ভেট এর সৌজন্যে কৃমিনাশক, ভিটামিন এবং রুচি বাড়ানোর ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। এই সেবায় প্রায় ৮০ জন খামারি ও তাদের পশু-পাখি উপকৃত হন। প্রধান অতিথি লাম্ফি রোগ প্রতিরোধে টিকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
বিশেষ অতিথি প্রফেসর ড. আখতারুল ইসলাম খামারিদের অবদান এবং তাদের পেশাগত মর্যাদা তুলে ধরেন এবং ডা. তারজিনা খাতুন বলেন, এই ধরনের উদ্যোগ সরকারি কার্যক্রমের পরিপূরক এবং তা দেশের জনগণের উপকারে আসবে। সমাপনী বক্তব্যে রোটারিয়ান ড. হেমায়েতুল ইসলাম আরিফ নিয়মিত ভিটামিন ও কৃমিনাশক ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন এবং আরসিসি পুকুরিয়া হোপ-এর স্থায়ী কমিটি গঠনের প্রস্তাবনা দেন, যা স্থানীয় খামারিদের আরও সংগঠিতভাবে কাজ করতে সহায়তা করবে। এই কার্যক্রমের মাধ্যমে সমাজের সাধারণ মানুষের মধ্যে পশুস্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ভেটেরিনারি পেশার গুরুত্ব যথার্থভাবে তুলে ধরা হয়।