রাজধানী প্রতিনিধি: “Climate Resilient Food Security and Safety” প্রতিপাদ্যকে কেন্দ্র করে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (BSSF)-এর আয়োজনে ৭ম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ১০ মে ২০২৫ তারিখে ঢাকার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) অডিটোরিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের এই সংকটাপন্ন সময়ে টেকসই খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য উৎপাদন এখন বৈশ্বিক অগ্রাধিকার।"
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (BPICC)-এর সভাপতি জনাব শামসুল আরেফিন খালেদ। সভাপতিত্ব করেন BSSF-এর সভাপতি প্রফেসর ড. মো. খালেদ হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ সরোয়ার জাহান।
সিকৃবি উপাচার্য আরও জানান, বাংলাদেশের মতো কৃষিনির্ভর দেশে জলবায়ু সহিষ্ণু ফসল উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার এবং নীতিনির্ধারকদের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় জলাবদ্ধতা, লবণাক্ততা ও খরাসহিষ্ণু ফসলের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।
উপাচার্য বলেন, "নিরাপদ খাদ্য শুধু কৃষি উৎপাদনের বিষয় নয়, এটি জনস্বাস্থ্যের সঙ্গেও অঙ্গাঙ্গিভাবে জড়িত। পেস্টিসাইডের অপব্যবহার, মাটি ও পানির দূষণ রোধ করে জৈব কৃষিকে উৎসাহিত করাই আমাদের ভবিষ্যতের অন্যতম করণীয়।"
সম্মেলনে আন্তর্জাতিক ও দেশীয় বিশেষজ্ঞদের অংশগ্রহণ এবং জ্ঞান বিনিময়কে তিনি এক বিশাল মাইলফলক হিসেবে উল্লেখ করেন। জলবায়ু সংকট মোকাবিলায় উদ্ভাবনী সমাধান ও বহুস্তরীয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “গবেষক, নীতিনির্ধারক ও কৃষকদের সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠবে একটি টেকসই ও খাদ্য-নিরাপদ বাংলাদেশ।”
সম্মেলনের শেষ প্রান্তে তিনি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাইকে একসঙ্গে এগিয়ে এসে একটি নিরাপদ ভবিষ্যৎ নির্মাণে কাজ করার আহ্বান জানান।