বাকৃবি প্রতিনিধি: দেশের আর্থ-সামাজিক ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য গবেষণায় শীর্ষ সপ্তম অবস্থান অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ২০২৪ সালে ৫৮৮টি গবেষণা প্রকাশনার ভিত্তিতে স্কোপাস ডেটাবেজে এ তথ্য উঠে এসেছে।
রবিবার (১২ জানুয়ারি) স্কোপাস ইনডেক্স ডেটাবেজের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যায়।
জানা গেছে, এ বছর ৪ জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত বৈজ্ঞানিক নথিপত্রের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এছাড়াও বৈজ্ঞানিক নথিপত্রের পাশাপাশি কনফারেন্স পেপার, রিভিউ, বইয়ের অধ্যায়, ভুল সংশোধন, সম্পাদকীয়সহ বিভিন্ন ধরনের নথিপত্রের তথ্যও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে জানান, "এটি অত্যন্ত গর্বের বিষয় যে বাকৃবি দেশের কৃষি ও আর্থ-সামাজিক উন্নয়নে সপ্তম স্থানে রয়েছে। এটি প্রমাণ করে যে এখানে শুধু পাঠ্যবই পড়ানো হয় না, বরং দেশসেরা গবেষক হওয়ার সুযোগ রয়েছে। এই ধারা অব্যাহত থাকলে বাকৃবি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করবে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে।