পোল্ট্রি মেলায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানীদের অংশগ্রহণ পোল্ট্রি শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

এগ্রিলাইফ প্রতিবেদক: 'Sustainable Poultry for Emerging Bangladesh' শ্লোগানকে ধারণ করে ২০-২২ ফেব্রুয়ারী রাজধানীতে শুরু হতে যাচ্ছে ১৩তম আন্তর্জাতিক পোল্ট্রি শো। মেলা শুরুর পূর্বে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী আয়োজিত প্রযুক্তিগত সেমিনারে পোল্ট্রি শিল্পের নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে। এই আন্তর্জাতিক পোল্ট্রি মেলায় যা দেশি-বিদেশি বিজ্ঞানীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি অনন্য প্ল্যাটফর্ম তৈরি করবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) ড. এবিএম খালেদুজ্জামান সেমিনারের আয়েজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিদেশি বিজ্ঞানীরা তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান বাংলাদেশের বিজ্ঞানীদের সঙ্গে শেয়ার করবেন, যা দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি পোল্ট্রি মেলার আয়োজকদের ধন্যবাদ জানান এবং মেলার সফলতা কামনা করেন।

তিনি আরও উল্লেখ করেন, এই মেলা থেকে প্রাপ্ত জ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবনগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে পোল্ট্রি শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। ড. খালেদুজ্জামান আশাবাদ ব্যক্ত করেন যে, এই মেলা পোল্ট্রি শিল্পের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।