পোল্ট্রি শিল্পের বিকাশ দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে

রাজধানী প্রতিবেদক: ৯০-এর দশকের দিকে বাংলাদেশে পোল্ট্রি শিল্প শুরু হলেও তেমন একটা গুরুত্ব পায়নি। তবে সময়ের সাথে সাথে এই শিল্পের ব্যাপক বিকাশ ঘটে, যা অ্যানিমেল হেলথ শিল্পেরও উন্নয়ন ত্বরান্বিত করে। পোল্ট্রি শিল্পের প্রসারের ফলে এই খাতে বিনিয়োগ বৃদ্ধি পায়, নতুন নতুন কোম্পানি গড়ে ওঠে এবং উদ্যোক্তাদের বিকাশ ঘটে। এছাড়াও, এই শিল্পে শিক্ষিত ব্যক্তিদের, বিশেষ করে ভেটেরিনারিয়ান এবং অ্যানিমেল হাজব্যান্ড্রি থেকে উচ্চশিক্ষিত গ্র্যাজুয়েটদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

এই পরিবর্তন শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং প্রাণিসম্পদ ও পোল্ট্রি খাতের পেশাদারিত্বকেও এগিয়ে নিয়েছে। পোল্ট্রি শিল্পের এই বিকাশ কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং গ্রামীণ ও শহুরে উভয় অঞ্চলে কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি করছে। চাকরির সুযোগ পেয়েছে। আর এই শিল্পটি আরও বেশি প্রবৃদ্ধি লাভ করে যখন থেকে বাংলাদেশে আন্তর্জাতিক মানের এই পোল্ট্রি শো ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়।

টানা দুইবার দি ওয়ার্ল্ডস্ পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা এ্যভন এনিমেল হেলথ্-এর ভাইস প্রেসিডেন্ট কৃষিবিদ মাহাবুব হাসান বলেন, এবারের আন্তর্জাতিক পোল্ট্রি শো হবে উপমহাদেশের অন্যতম বড় পোল্ট্রি ইভেন্ট। তিনি তাঁর অভিজ্ঞতা শেয়ার করে বলেন এই শিল্পটিকে ঘিরে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। এখানে যে সেমিনারগুলো হয় তা আমাদের প্রতি বিজ্ঞানী এবং পেশাজীবীদের মাঝে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি পোল্ট্রি শিল্পের সাথে সংশ্লিষ্ট পেশাজীবী, উদ্যোক্তা এবং গবেষকদের জন্য একটি উল্লেখযোগ্য মিলনমেলাও বটে।

আসন্ন ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলায় এ্যভন এনিমেল হেলথ্ বরাবরের ন্যায় তাদের পণ্য, প্রযুক্তি ও পরিষেবা উপস্থাপন করবে। মেলায় প্লাটিনাম স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে এ্যভন এনিমেল হেলথ্। ২১ টি স্টলের সমন্বয়ে (হল: B, ১১৮-১২৬ এবং ১৪৫-১৫৬) ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলায় সকলকে আমন্ত্রন জানিয়েছে এ্যভন এনিমেল হেলথ্ ।