এগ্রিলাইফ প্রতিবেদক: বাংলাদেশে পোল্ট্রি শিল্পের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করতে তরুণ উদ্যোক্তাদের ইনোভেটিভ আইডিয়াগুলিকে কাজে লাগানোর ওপর জোর দিতে হবে। পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নতুন প্রযুক্তি প্রয়োগে তরুণদের সৃজনশীল চিন্তাভাবনা আগামী দিনে বাংলাদেশের পোল্ট্রি শিল্পকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে পারে।
"Sustainable Poultry for Emerging Bangladesh" শ্লোগানকে সামনে রেখে চলতি মাসের ২০, ২১ এবং ২২ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী ১৩তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলা। মেলা উপলক্ষে এগ্রিলাইফকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে পোল্ট্রি শিল্প নিয়ে তরুনদের সৃজনশীল চিন্তাভাবনা সম্পর্কে এসব কথা বলেন "পুষ্টিরাজ ফিড" ব্র্যান্ড খ্যাত আরমান ফিডস্ এন্ড ফিসারিজ লিঃ-এর ডিরেক্টর জনাব আরমান হোসেন।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তি বিশেষ করে ডিজিটাল অটোমেশন, স্মার্ট ফিড ফর্মুলেশন এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার নতুন পদ্ধতি পোল্ট্রি খাতে বিপ্লব ঘটাতে পারে। এছাড়াও জেনেটিক ইমপ্রুভমেন্ট, ব্লকচেইন প্রযুক্তি দ্বারা সরবরাহ চেইন ট্র্যাকিং এবং ডেটা-বেসড ফিড অপ্টিমাইজেশন তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে বাস্তবায়িত করা গেলে এ শিল্পের চেহারাই পাল্টে যাবে। তরুণ উদ্যোক্তাদের প্রযুক্তিগত জ্ঞান এবং সৃজনশীলতা এই শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম।
সরকারী ও বেসরকারি খাতে যৌথ উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণ, অর্থায়ন এবং টেকনোলজি শেয়ারিং প্ল্যাটফর্ম গড়ে তুললে পোল্ট্রি শিল্পে তরুণদের অংশগ্রহণ আরও বাড়বে। এতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় অবদান রাখা সম্ভব হবে বলে মনে করেন আরমান হোসেন।
এবারের পোল্ট্রি মেলায় আরমান ফিডস্ অ্যান্ড ফিসারিজ লিমিটেড (হল নংঃ বি, স্টল নংঃ ৩৩৭-৩৪০)-এ অংশগ্রহন করছে। তিনি সকলকে মেলায় পুস্টিরাজ ব্র্যান্ডের ফিড ও পুস্টিরাজ চিকস্ সম্পর্কে বিস্তারিত জানার জন্য তাদের স্টল ভিজিট করার আমন্ত্রণ জানিয়েছেন।