পোল্ট্রি শিল্পে অসুস্থ প্রতিযোগিতা শিল্পের সার্বিক উন্নয়নে বাঁধা সৃষ্টি করে

রাজধানী প্রতিবেদক:পোল্ট্রি শিল্প বাংলাদেশের কৃষি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই শিল্পের মাধ্যমে দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তবে এই শিল্পের একটি বড় অংশ জুড়ে রয়েছে ফিড উৎপাদনকারী এবং একদিন বয়সী মুরগির বাচ্চা (ডে-ওল্ড চিকস্) উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এই প্রতিষ্ঠানগুলো শিল্পের মূল চালিকাশক্তি হলেও মাঝেমাঝেই তারা অস্থির এবং অসুস্থ প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে, যা শিল্পের সার্বিক উন্নয়নে বাঁধা সৃষ্টি করে।

আসন্ন ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি শো উপলক্ষে পিপলস্ হ্যাচারির কর্ণধার ও ব্রিডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি জনাব মাহাবুবুর রহমান--এগ্রিলাইফকে জানালেন তাঁর অনুভূতির কথা ৷ মেলাটি যৌথভাবে আয়োজন করছে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)।

তিনি বলেন. পোল্ট্রি শিল্পের দ্রুত সম্প্রসারণের ফলে ফিড এবং ডে-ওল্ড চিকের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অনেক সময় বাজারের চাহিদা বিশ্লেষণ না করে উৎপাদন করে। ফলে একদিন বয়সী মুরগির বাচ্চা বিক্রির জন্য মূল্য কমানোসহ নানা ধরনের অসুস্থ প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে। এর বিপরীত চিত্রও দেখা যায় যখন খামারিদের একদিন বয়সী মুরগীর বাচ্চা অধিক মূল্যে ক্রয় করতে হয়।

কাজেই এই শিল্পের স্থিতিশীলতা এবং উন্নয়ন নিশ্চিত করতে ফিড এবং ডে-ওল্ড চিক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা রোধ করা প্রয়োজন। সরকার, শিল্প সংগঠন এবং উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যা সমাধান করা সম্ভব। সঠিক নীতিমালা, মান নিয়ন্ত্রণ এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করা যাবে।

জনাব মাহাবুবুর রহমান ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলার সফলতা কামনা করেন। মেলায় তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। মেলায় তাদের প্যাভিলিয়ন (Hall - A, Booth - 279, 280); মেলায় তাদের পণ্য ও সেবা সম্পর্কে বিস্তারিত জানতে তিনি সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন ।

উল্লেখ্য, “Sustainable Poultry for Emerging Bangladesh” এ শ্লোগানকে সামনে রেখে চলতি মাসের ২০,২১ ও ২২ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপি ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি শো পূর্বাচলে অবস্থিত "আন্তর্জাতিক বাণিজ্য মেলা" প্রাঙ্গনে বিশাল পরিসরে অনুষ্ঠিত হবে। এর আগে ১৮-১৯ ফেব্রুয়ারি রাজধানীর রেডিসন ব্লু তে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কারিগরি সেমিনার।