বাংলাদেশে পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়নে সংক্রামক রোগ প্রতিরোধ জরুরি

এগ্রিলাইফ প্রতিবেদক: বাংলাদেশের পোল্ট্রি শিল্পের উন্নয়ন ও টেকসইতা নিশ্চিত করতে সংক্রামক রোগ মোকাবিলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থা, খামারিদের সচেতনতা এবং সরকারের সহায়তা এই সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে, শিল্পের টেকসই উন্নয়নের জন্য সকল স্তরে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

১৩তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলাকে দেশের পোল্ট্রি শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো. বাহানুর রহমান। তিনি বলেন, "ভোক্তাদের হাতে নিরাপদ মানের পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগি) তুলে দিতে হলে অবশ্যই আমাদেরকে রোগবালাই সম্পর্কে সচেতন হতে হবে। পাশাপাশি শক্তিশালী বায়ো সিকিউরিটি কঠোরভাবে মেনে চলতে হবে।"

আসন্ন পোল্ট্রি মেলা উপলক্ষে আয়োজিত সেমিনারের প্রথম দিনে (১৮ ফেব্রুয়ারি) প্রফেসর ড. বাহানুর রহমান "Impact of Infectious Diseases on Poultry Production in Bangladesh" শীর্ষক একটি গবেষণাপত্র উপস্থাপন করবেন। তিনি মনে করেন, সংক্রামক রোগ মোকাবিলায় এই সেমিনার উদ্যোক্তাদের জন্য অত্যন্ত উপকারী হবে।

উল্লেখ্য, আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হতে যাচ্ছে তিন দিনের ১৩তম আন্তর্জাতিক পোল্ট্রি শো। এতে বিশ্বের ১৭টি দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান সর্বাধুনিক প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করবে।