জাকস ফাউন্ডেশন কর্তৃক জয়পুরহাটে দুদিন ব্যাপী "উন্নত কৃষি চর্চা (GAP) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: জাকস ফাউন্ডেশন কর্তৃক জয়পুরহাটে দুদিন ব্যাপী (২২-২৩ ডিসেম্বর'২০২৪) প্রাণিসম্পদ অধিদপ্তরের ২১ জন কর্মকর্তা নিয়ে "উন্নত কৃষি চর্চা (GAP) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণটির উদ্বোধন করেন জনাব মোঃ আবুল বাশার, উপনির্বাহী পরিচালক, জাকস ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইরফান আলী, ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার, আরএমটিপি প্রকল্প, পিকেএসএফ। আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ওবায়দুল ইসলাম, উপ-পরিচালক (প্রোগ্রাম), জাকস ফাউন্ডেশন।

প্রশিক্ষণে জাকস ফাউন্ডেশনের আরএমটিপি সহ বিভিন্ন প্রকল্প সম্পর্কে তথ্য উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক ডাঃ জহুর আলী। প্রশিক্ষণের অংশ হিসেবে মাঠ পর্যায়ে বাস্তবায়িত মিট প্রসেসিং প্লান্ট পরিদর্শন পরবর্তী প্রশিক্ষণার্থীদের প্রশ্নোত্তর পর্বে তথ্যবহুল ও যুক্তিসঙ্গত উত্তর দিয়ে সহযোগিতা করেন জনাব ইরফান আলী। দেশ-বিদেশের ৫ জন বিশেষজ্ঞ প্রশিক্ষক ক্লাস পরিচালনা করেছেন।প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করে বায়োটেক মাশরুম।

পিকেএসএফ এর সহযোগিতায় ইফাদ এর অর্থায়নে রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট (আরএম টিপি) প্রকল্পধীন "নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন" শীর্ষক উপ-প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে।

নিরাপদ পোল্ট্রি উৎপাদনে সংশ্লিষ্ট প্রাণিসম্পদ অধিদপ্তর যাতে এডভোকেসি পলিসির অংশ হিসেবে কাজ করতে পারে সেজন্য এই প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করা হয়েছে। দূরদর্শী উদ্দেশ্য হচ্ছে খামারিদের নিরাপদ উৎপাদনের সক্ষমতা তৈরি করে বাংলাদেশ থেকে পোল্ট্রি ও পোল্ট্রি জাত পণ্য রপ্তানি করা।